অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম ও এনআইডি ছাড়া খোলার নিয়ম

 আমাদের বর্তমান বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় অনলাইন মোবাইল ব্যাংকিং মাধ্যম হলো বিকাশ (bkash)। বর্তমানে বাংলাদেশে এটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এর কারণ বিকাশের মাধ্যমে খুব সহজে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লেনদেন করা  যায়।
অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম
আমরা অনেকেই আছি যারা এখনো পর্যন্ত বিকাশ একাউন্ট খুলি নাই কিংবা খুলতে জানি না। তাই আমরা যারা জানি না,তারা আজকে জেনে নিব অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট কিভাবে খুলতে হয় এবং এনইডি(NID) ছাড়া কিভাবে বিকাশ একাউন্ট খুলতে হয় সে বিষয়ে বিস্তারিতভাবে জানবো।

সূচিপত্রঃ নিচের অংশ পড়তে চান ক্লিক করুন

বিকাশ একাউন্ট খোলার জন্য যা প্রয়োজন

আমরা হয়তো অনেকেই মনে করি যে, অ্যাপ ছাড়া মনে হয় বিকাশ একাউন্ট খোলা যায় না। কিন্তু না, এটা আমাদের ভুল ধারণা অ্যাপ ছাড়াও বিকাশ একাউন্ট খোলা যায়। অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার জন্য আপনাকে যেতে হবে আপনার পার্শ্ববর্তী বিকাশ এজেন্টের কাছে ও কাস্টমার কেয়ারে। আপনি ঘরে বসেও খুব সহজেই নিজেই মোবাইল ফোনের মাধ্যমে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। কিভাবে অ্যাপস ছাড়া ফোনের মাধ্যমে বিকাশ একাউন্ট খুলবেন বিস্তারিত দেখুনঃ-

বিকাশ একাউন্ট খোলার জন্য আমাদের প্রথমেই যে সকল ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে তা হলোঃ-
  • একটি মোবাইল ফোন(বাটন ফোন হলেও হবে)
  • আপনার জাতীয় পরিচয় পত্র(মূল কপি অথবা ফটোকপি)
  • আপনি যে আইডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট করবেন সে আইডি কার্ডের মালিকের একটি পাসপোর্ট সাইজের ছবি।
উল্লেখিত এই সকল ডকুমেন্টগুলো আপনার থাকলেই আপনি সকল পদ্ধতির মাধ্যমে একটি নতুন বিকাশ একাউন্ট খুলতে পারবেন। আমাদের যাদের প্রশ্ন ছিল যে, একটি নতুন বিকাশ একাউন্ট খোলার জন্য কি কি লাগবে এবং কয়টি উপায়ে খোলা যায় ও নতুন একাউন্ট খোলার জন্য কোন ধরনের ডকুমেন্টস লাগবে। আশা করি আপনারা জানতে পেরেছেন কোন উপায়ে কি কি প্রয়োজন হবে একটি নতুন বিকাশ একাউন্ট করার জন্য।

জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

আমরা হয়তো অনেকেই একটা বিষয় ঠিকমতো জানিনা যে, আইডি কার্ড ছাড়াও কিন্তু বিকাশ একাউন্ট খোলা যায়। কিন্তু এর জন্য আপনার প্রয়োজন হবে আপনার জন্ম নিবন্ধন কার্ড। এখন আপনারা যারা ভাবছেন জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খুলবেন তারা মনে রাখবেন জন্ম নিবন্ধনে আপনার বয়স ১৮ হতে হবে। এমন অনেকেই আছেন যাদের বয়স ১৮ বছরের বেশি কিন্তু তাদের ভোটার আইডি কার্ড নেই তাহলে আপনি কিভাবে বিকাশ একাউন্ট খুলবেন তা জানুনঃ-
আপনার প্রথমত জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খুলতে যা যা প্রয়োজন হবেঃ-
  • একটি মোবাইল ফোন
  • একটি চালু আছে এমন মোবাইল নাম্বার(সিম)
  • আপনার মোবাইল ফোনে বিকাশ অ্যাপস ইনস্টল থাকতে হবে
  • আপনার জন্ম নিবন্ধন কার্ডের বয়স ১৮ বছরের বেশি হতে হবে
  • আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে
আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি উল্লেখিত বিষয়গুলো অনুসরণ করে জন্ম নিবন্ধন কার্ড দিয়ে একাউন্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনার একটি অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে আবশ্যক। বিশেষ একটা বিষয় মনে রাখবেন আপনার অনুবন্ধন কার্ড অনুযায়ী আপনার বয়স যেন ১৮ কিংবা ১৮ এর বেশি হয়। না হলে একাউন্ট করতে পারবেন না।

আপনার আইডি কার্ড ছাড়া আপনি বিকাশ একাউন্ট খুলতে আপনার জন্ম নিবন্ধন কার্ড এবং আপনার একটি পাসপোর্ট আকারের রঙিন ছবিসহ আপনার নিকটতম বিকাশ এজেন্ট এর কাছে যেতে হবে। এক্ষেত্রে আপনি যদি সবকিছু জেনে থাকেন তাহলে আপনি নিজেই বাসায় আপনার স্মার্ট ফোন দিয়ে সবকিছু করতে পারবেন। আর আপনি যদি কোন পাশের এজেন্টের কাছে গিয়ে করে নেন তাহলে শুধু উল্লেখিত জিনিসগুলো সাথে নিয়ে গেলি তারা আপনাকে করে দিবে।

অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম

বর্তমান যুগে স্মার্টফোন হয় আমরা প্রায় বেশিরভাগ মানুষই টিচার অ্যাপস এর মাধ্যমে বিকাশের সব কাজকর্ম করে থাকি। এবং নতুন বিকাশ একাউন্ট করার জন্য অ্যাপসের সহয়তা নিয়ে থাকে। কিন্তু আমাদের কাছে যদি স্মার্টফোন না থাকে তাহলে কিভাবে আমরা অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খুলব সে নিয়মগুলো বিস্তারিত ভাবে জানুনঃ-
ব্রিঃদ্রঃ-মোবাইল মেনু অ্যাক্টিভেট করে অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম।
  • প্রথমেই মোবাইল মেনুতে গিয়ে *২৪৭#/(*247#) ডায়াল করুন
  • এবার আপনি "অ্যাক্টিভ মোবাইল মেনু" বাছাই করুন
  • আপনার বিকাশ একাউন্টের জন্য আপনি ৫ ডিজিটের একটি পিন নাম্বার দিন
  • পুনরায় ৫ ডিজিটের পিন নাম্বার প্রবেশ করান
  • এবার ৫ ডিজিটের পিন নাম্বার কনফার্ম করুন
আপনি এই সকল প্রক্রিয়া অনুসরণ করে সম্পূর্ণ করার পর আপনার ফোন নাম্বারটি বিকাশ একাউন্টের জন্য গণ্য হবে। একটি বিষয় বিশেষ করে মাথায় রাখবেন আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার কারো সাথে শেয়ার করবেন না। আপনি এখন আপনার বিকাশ নাম্বারটি দিয়ে যে ধরনের লেনদেন করতে পারবেন তা হলঃ-মোবাইল রিচার্জ,অ্যাড মানি,ক্যাশ ইন,ক্যাশ আউট,ইত্যাদি এ সকল লেনদেন করতে পারবেন।
সেন্ড মানি করার জন্য অথবা ক্যাশ আউট করার জন্য আপনাকে KYC ফরম বা তথ্য যাচাই করতে হবে।KYC ফরম তথ্য যাচাই হয়ে গেলে আপনি ৭২ ঘণ্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট দিয়ে ক্যাশ আউট,সেন্ড মানি,পেমেন্ট এবং অন্যান্য বিকাশের সকল ধরনের সেবা সহজভাবে ব্যবহার করতে পারবেন। আপনার অ্যাকাউন্টটি যদি সম্পূর্ণভাবে সক্রিয় হয় তাহলে আপনি দিনরাত 24 ঘণ্টা বিকাশের সার্ভিস ও সকল সুবিধা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন।

অ্যাপস দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

অ্যাপস দিয়ে বিকাশ একাউন্ট খোলা একদম সহজ। এর জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল ফোনে বিকাশ অ্যাপস ইন্সটল করতে হবে। অথবা বিকাশ অ্যাপস ইনস্টল করতে আপনি ক্লিক করুন বিকাশ অ্যাপ তাহলে আপনি খুব সহজেই ইন্সটল করতে পারবেন। এরপরের সম্পূর্ণ প্রসেস নিচে দেখুনঃ-
  • বিকাশ অ্যাপস ওপেন করুন। এরপর Log in/Registration লেখাটির উপর ক্লিক করুন।
  • এরপর দুইটি অপশন আসবে,*Log in*/*new account Registration*। তারপর আপনি,
  • New account Registration এ ক্লিক করুন। এরপর দেখবেন Enter your phone number
  • এই বক্সে আপনি আপনার মোবাইল নাম্বার দিন(যেটা দিয়ে বিকাশ একাউন্ট খুলতে চাচ্ছেন)
  • এরপর মোবাইলের ডান পাশের এ্যরো বাটনে ক্লিক করুন। এরপর আপনার সিম কোন অপারেটরের সেটা সিলেক্ট করে কনফার্ম করুন।
  • এরপর একটি ভেরিফিকেশন(verification) কোড আসলে,পাশের ডানপাশের এ্যরো চিহ্নতে ক্লিক করুন।
  • এরপর আপনি কোন ভাষা বা(Language) সিলেক্ট করুন ইংরেজি/বাংলা
  • এসব সব করার পর অনেকগুলো লেখা আসবে আপনি এই লেখাগুলো স্ক্রল করে একদম নিচে চলে যাবেন গিয়ে দেখবেন সেখানে I Agree লিখা আছে এটাই ক্লিক করবেন।
বিকাশ একাউন্ট খোলার পরবর্তী প্রসেস বা ধাপঃ-
  • তারপর  I Agree করার পর তিনটি স্টেপ আসবে
  • প্রথমে আপনি Take NID photo তে ক্লিক করুন
  • তারপর আপনার আইডি কার্ডের উপরের অংশের সুন্দর করে একটি ছবি তুলুন এবং সাবমিট করুন.
  • তারপর Back of NID আপনার আইডি কার্ডের পেছনের অংশের ছবি সুন্দর করে তুলুন ও সাবমিট করুন
  • তারপর আপনার মুখের সামনে মোবাইল নিয়ে এসে ছবি তুলুন ক্লিক করুন
  • এরপর আপনার বিকাশ একাউন্ট কমপ্লিট হয়ে গেছে
এরপর বিকাশ অ্যাপ এর কিছু নিয়ম রয়েছে এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। সেখানে কিছু তথ্য দিয়ে বিকাশ অ্যাপ কে সাজিয়ে তুলুন তারপর আপনার মোবাইলে ডায়াল বাটনে যাবেন।দিয়ে ডায়াল করুন *247# করার পর আপনি আপনার পছন্দ মত একটি পিন নাম্বার দিন। কনফার্ম করুন দেখবেন হয়ে গেছে। কি আপনার বিকাশ পিন নাম্বার অথবা ভেরিফিকেশন কিংবা বিকাশের অন্য কোন তথ্য কাউকে দিবেন না। তাই দেরি না করে ঘরের মধ্যে বসে ২ মিনিটের মধ্যে বিকাশ একাউন্ট খুলন।

বিকাশ এজেন্ট হতে কি কি লাগে

আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করেন। বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের ব্যবসা খাতের দোকান রয়েছে এবং এর পাশাপাশি ভাবছেন অনলাইন ব্যাংকিং বিকাশের মাধ্যমে লেনদেন করে ব্যবসা করবেন। এর জন্য আপনাকে একটি এজেন্ট একাউন্ট করতে হবে। এজেন্ট অ্যাকাউন্ট হতে কত টাকা লাগে ও কি কি লাগে বিস্তারিত জানুনঃ-
  • মূলত বিকাশ এজেন্ট হতে আপনার নির্দিষ্ট পরিমাণ কোন টাকা লাগে না। এর জন্য আপনার প্রয়োজন হবে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স, তাহলে যে কেউ এজেন্ট হতে পারবে।
  • এজেন্ট হতে ইচ্ছুক ব্যক্তির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে
  • জাতীয় পরিচয় পত্র/ট্রেড লাইসেন্স/ড্রাইভিং লাইসেন্স
  • আবশ্যক(ট্রেড লাইসেন্স) বাধ্যতামূলক
  • ব্যবসা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা
  • মোবাইল নাম্বার ও ঠিকানা
বিকাশ মোবাইল ব্যাংকিং এর প্রতিনিধিদের বিকাশ এজেন্ট বলা হয়। বিকাশ এজেন্ট হতে চাইলে উল্লেখিত ডকুমেন্টস গুলো নিয়ে নিকটবর্তী বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। সেখানে ফরম ফিলাপের মাধ্যমে বিকাশ এজেন্টের আবেদন করা হয়। এছাড়াও আপনি ইচ্ছা করলে অনলাইনে আবেদন করতে পারবেন বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট তৈরি করার জন্য।

বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম

আমরা অনেকেই আছি যারা বিকাশ ব্যবহার করি কিন্তু বিকাশের সব নিয়মাবলী ঠিকমতো জানিনা। আবার অনেকেই আছে আমরা যারা বাটন ফোনে বিকাশে টাকা দেখতে জানিনা। তাই আসুন জেনে নেই কিভাবে বাটন ফোনে বিকাশে টাকা দেখা যায়।
  • মূলত বাটন ফোন ও স্মার্টফোন দুই ফোনে ডায়াল করে টাকা দেখার নিয়ম একই
  • আপনার মোবাইলে বিকাশ একাউন্ট আছে ওই সিম থাকা অবস্থায় *২৪৭# {*247#} ডায়াল করুন
  • এরপর আপনার সামনে একটি মেনু আসবে আপনি ৯ নাম্বারে থাকা My bkash সিলেক্ট করুন এবং সামনে এগিয়ে যান
  • এরপর আপনার ৫ ডিজিটের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করুন। আপনি টাকা দেখতে পাবেন।

শেষ কথা

প্রিয় পাঠক,স্যার/ম্যাম, বাংলাদেশের দিনে দিনে বর্তমানে মোবাইল ব্যাংকিং সিস্টেম বিকাশ অনেক বৃদ্ধি পাচ্ছে। আমরা অনেকেই এই প্রান্ত থেকে আরেক প্রান্ত টাকা পাঠানোর জন্য খুব সহজেই বিকাশ ব্যবহার করে থাকি। তাই আজকে আলোচনার বিষয় ছিল বিকাশ একাউন্ট খুলতে কি কি প্রয়োজন হয় জন্ম নিবন্ধন দিয়ে কিভাবে বিকাশ একাউন্ট খোলা যায় অ্যাপ ছাড়া এবং অ্যাপস দিয়ে কিভাবে বিকাশ একাউন্ট খোলা যায় এবং বিকাশ এজেন্ট হতে কি কি প্রয়োজন এসব বিষয়ে আমরা আজকে সত্যের উপর আলোচনা করললাম। 

আশা করছি আপনারা আজকের পোস্টটি পড়ে উপকৃত হবেন এবং আপনাদের না জানা বিষয়টি জানবেন। আপনি পোস্টটি সম্পূর্ণ পড়ে থাকলে আপনার বন্ধু কিংবা আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। আর আপনাদের এই সংক্রান্ত আরো কিছু জানার থাকলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাকে সর্বোচ্চ সহায়তা করব।সুস্থ থাকবেন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url